হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে চলতি বছর নতুন ২৮ রোগী শনাক্ত, মৃত্যু ১

এইচআইভি সংক্রমণ

মঈন উদ্দিন, রাজশাহী

রাজশাহীতে চলতি বছরের প্রথম দশ মাসে নতুন করে আরো ২৮ জনের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস) ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন হিজড়াও। একই সময়ে এইডসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান মতে, ২০২৪ সালে শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ১৬ জন সমকামী সম্পর্কের মাধ্যমে, ১০ জন যৌনকর্মীর মাধ্যমে এবং একজন রক্তের মাধ্যমে সংক্রমিত হন। এ বছর অক্টোবর পর্যন্ত শনাক্ত ২৮ জনের মধ্যে ১৭ জন সমকামী সম্পর্কের মাধ্যমেই আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীতে যৌনকর্মীদের মাধ্যমে নয়, বরং সমকামী সম্পর্কের মাধ্যমেই এইচআইভি সংক্রমণ বাড়ছে।

রামেকের এইচটিসি সেন্টারের তথ্য মতে, ২০১৯ সাল থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত রাজশাহীতে মোট ৯৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন আটজন। চলতি বছর অক্টোবর পর্যন্ত মোট দুই হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন হিজড়ার দেহে এ ভাইরাস পাওয়া গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন এইচটিসি সেন্টারে এসে পরীক্ষা করান। কাউন্সেলিংয়ের মাধ্যমে রোগীদের জানানো হয়, এইচআইভি পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোগটি ধরা পড়ার পর মনে হয়েছিল সব শেষ। পরে রামেকের কাউন্সেলিংয়ে এসে বুঝলাম, এখন এটা নিয়ন্ত্রণযোগ্য। নিয়মিত ওষুধ নিলে ভালো থাকা যায়। কিন্তু রাজশাহীতে ওষুধ না থাকায় বগুড়ায় যাওয়া খুব কষ্টকর। এখানেই যদি চিকিৎসা পাওয়া যেত, আমাদের জন্য বড় স্বস্তি হতো।

রামেকের এইচটিসি সেন্টারের কাউন্সেলর রেজাউল করিম বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৩ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন। নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দেওয়া হয়।

এইচটিসি সেন্টারের ফোকাল পারসন ডা. ইবরাহীম মো. শরফ বলেন, অরক্ষিত যৌন সম্পর্ক নারী-পুরুষের মধ্যে বা পুরুষ-পুরুষের মধ্যে এইচআইভি ছড়ানোর প্রধান কারণ। এছাড়া গর্ভকালীন সময়, সন্তান জন্মদান ও দুধ পান করানোর মাধ্যমেও মা থেকে শিশুর দেহে সংক্রমণ যেতে পারে।

তিনি আরো বলেন, সংক্রমণ প্রতিরোধে প্রতিবার যৌন মিলনের সময় কনডম ব্যবহার, একাধিক যৌনসঙ্গী এড়িয়ে চলা, রক্ত বা অঙ্গ প্রতিস্থাপনের আগে পরীক্ষা করা এবং ব্যবহৃত সুচ পুনরায় ব্যবহার না করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বর্তমানে একটি এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং (এইচটিসি) সেন্টার রয়েছে। এখানে কাউন্সেলিং করা হলেও ওষুধ সরবরাহের ব্যবস্থা নেই। ফলে আক্রান্তদের ওষুধের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় রামেকে একটি চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ বলেন, আমাদের এখানে এইচআইভি টেস্ট ও কাউন্সেলিং হয়। চিকিৎসাসেবার জন্য আমরা একটি ট্রিটমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছি। রুম সংস্কারের কাজ চলছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই এটি চালু হবে। তখন রোগীদের আর বগুড়া যেতে হবে না।

সমাজবিজ্ঞানী তৌফিক আহম্মেদ বলেন, সমকামী সম্পর্কের প্রসার শুধু চিকিৎসাগত ঝুঁকি নয়, সামাজিক সচেতনতার ঘাটতিরও প্রতিফলন। শহরের তরুণদের মধ্যে গোপন সম্পর্ক, অনলাইন ডেটিং ও প্রলোভনের কারণে এমন আচরণ বাড়ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় কমিউনিটিকে একসঙ্গে কাজ করতে হবে সচেতনতা বাড়াতে।

রাজশাহীর বিশিষ্ট আলেম মুফতি মাওলানা মনিরুল ইসলাম বলেন, ইসলাম পরিষ্কারভাবে অস্বাভাবিক ও সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করেছে। এটি শুধু ধর্মবিরোধী নয়, মানবস্বাস্থ্য ও নৈতিকতার জন্যও ক্ষতিকর। সমাজে সচেতনতা ও আলোকিত চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে এই অপসংস্কৃতি থেকে ফিরিয়ে আনা দরকার।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এইচআইভি শুধু যৌন আচরণে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে কলঙ্কের সংস্কৃতিও বাড়ায়। আমাদের উচিত আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং একই সঙ্গে প্রতিরোধমূলক শিক্ষা বাড়ানো। বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া জরুরি।

রায়গঞ্জে ব্যবসায়ী লতিফ হত্যার রহস্য উদঘাটন

ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

শেখ হাসিনার দণ্ডাদেশ আইনের শাসনের প্রতিফলন: দুলু

ধুনটে বিএনপির নেতার গাড়ি ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রিজভী

হাসিনাকে নিজহাতে গুলি করে মারতে পারলে খুশি হতাম

শেখ হাসিনার রায়ের পর শোকরানা নামাজ আদায়

হাসিনার ফাঁসির রায়ে বগুড়ায় আনন্দ মিছিল

শেখ হাসিনার ফাঁসির দাবিতে পোরশায় বিএনপির মোটরসাইকেল শোডাউন

চৌহালীতে হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল