হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনি ব্যানার ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ব্যানার-ফেস্টুনে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শ্রীরামপুর গ্রামের বিভিন্ন স্থানে লাগানো ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। এতে একাধিক ফেস্টুন সম্পূর্ণভাবে পুড়ে যায়।

নুরুল ইসলাম বুলবুলের অভিযোগ, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয় কাজ। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাটি তদন্ত করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. হারুনুর রশীদ (ধানের শীষ), জামায়াতের নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা), জেএসডির ফজলুর ইসলাম খান (তারা), ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলাম (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক)।

আ.লীগ নাটোরে কোনো উন্নয়ন করেনি শুধু লুটপাট করেছে: দুলু

বগুড়ায় তারেক রহমানের পক্ষে প্রচার শুরু

নাটোরে পৃথক ঘটনায় নিহত ২

বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি শান্তিতে থাকবে নারীরা : দুলু

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা

নির্বাচনে বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক

পদ্মায় মিলল নিখোঁজ বিএনপি কর্মীর লাশ

টিসিবির টাকা চুরির ঘটনায় যুবদল কর্মী আটক