বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য জয়পুরহাটে কর্মরত প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সবায় তিনি এই আহ্বান জানান।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংস্কার অপরিহার্য। তিনি শাসকগোষ্ঠীর দমনমূলক ও বৈষম্যমূলক অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান।
সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র প্রস্তুতি এবং নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, আন্তঃদপ্তর সমন্বয় এবং করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক সমন্বয় আরও সুদৃঢ় হবে।