বগুড়ার শিবগঞ্জে কৃষি খাতে সিন্ডিকেট হটাতে আমরণ অনশনে বসেছেন জেলা এনসিপির সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে স্থানীয় মুগ্ধ স্কয়ারে এ কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অনশনে ছিলেন।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ, অন্য উপজেলা থেকে ফ্যাসিস্ট আমলের অবৈধ ডিলার শিবগঞ্জে নিয়োগ নীতিমালা ও কোল্ডস্টোরেজে আলু পচনের প্রতিবাদে এবং কৃষক মুক্তির দাবিতে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম অনশন কর্মসূচি শুরু করেছেন। তার এ কর্মসূচির সঙ্গে দলের সহযোগিতা থাকবে।
তার এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির ও মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন।