হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ভয়াবহ ডাকাতি, নারীকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমলা পোদ্দার (৬৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডাকাত দলটি ঘর থেকে নগদ দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। নিহত বিমলা পোদ্দার তালোড়া এলাকার মৃত রাধেশ শ্যাম পোদ্দারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এরপর ঘরের আলমারি, বাক্স ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে বসবাস করতেন এবং তারা চাল ও ভুসির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয় এবং দুই ভাইবোন প্রতিবন্ধী।

ঘটনার পর খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত বিমলা পোদ্দারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বগুড়ায় জব্দকৃত সহস্রাধিক যানবাহন খোলা আকাশের নিচে

পুলিশের বিরুদ্ধে ১৩ হাজার লিটার পাম তেল আত্মসাতের অভিযোগ

নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের

পোলট্রি বর্জ্যে দূষিত বুড়ি ভোগাই নদীর পানি

শাজাহানপুরে জেলা প্রশাসনের দুই কর্মচারীর প্রকাশ্যে ঘুষ কাণ্ড

অবশেষে ভারত গেলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ছেলে

জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করায় অনেকের জমিদারি ভাব কমেছে

কনকনে ঠান্ডায় ৬ হাজার দৌড়বিদের ম্যারাথন

স্বেচ্ছাসেবক লীগ ক্যাডারের বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ

চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার