হোম > সারা দেশ > রাজশাহী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেল ৫টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যমেরও রয়েছে। তিনি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন বলে জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।

এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাবি ‘সি’ ইউনিটে ৯০ শতাংশ উপস্থিতি, অসদুপায়ে ধরা ৪ পরীক্ষার্থী

ধরা পড়ার ভয়ে চেকপোস্টে মোটরবাইক ফেলে পালাল মাদক কারবারি

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

সিরাজগঞ্জে সরিষা ও মধুর ১২০০ কোটি টাকার বাজার

নির্বাচনি ব্যয়ে অসম প্রতিযোগিতায় জামায়াতের প্রার্থীরা

নওগাঁয় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা

বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিকল্প প্রার্থীর আপিল, ব্যবস্থা নেবে দল

আচরণবিধি লঙ্ঘনে নওগাঁ-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

সেনাবাহিনীর বিশেষ অভিযান অস্ত্রসহ গ্রেপ্তার ২