হোম > সারা দেশ > রাজশাহী

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ১

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির মূল-হোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। এসময় উদ্ধার করা হয় অপহরণের শিকার হওয়া ওই ব্যবসায়ীকে।

এর আগে সোমবার রাতে সাভারের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী শাহাজানকে (৬৫) আটক করা হয়। আটক শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর ছেলে।

অপহরণের শিকার হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আ. রশিদের ছেলে।

র‌্যাব জানায় অপহরণের শিকার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে জানায় ভিকটিম ভালো আছে এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছে। এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদেরকে আটক ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের মূল-হোতা শাহাজানকে আটক ও অপহৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পরিমল চন্দ্রের পদত্যাগ

জুলাই যোদ্ধাদের অশালীন ভাষায় গালাগাল, সেই তরুণী গ্রেপ্তার

কোনো দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

রাষ্ট্রপতির আদেশ গ্রহণযোগ্য নয়, জুলাই সনদ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে নিহত ২ আহত ৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে ব্যবসায়ীর ৫ লাখ টাকা লুট

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিড়ি জব্দ

আ.লীগের পদে সরকারি কলেজের শিক্ষক মেসবাহ উদ্দীন

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ