চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসময়ে কাটিমন আমের বাম্পার ফলনে খুশি চাষিরা। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু এই আম। ঢাকার ব্যবসায়ীরা এখন কানসাট আমবাজারে ভিড় জমাচ্ছেন এবং চড়া দামে আম কিনে বিক্রিও করছেন।
সরেজমিনে দেখা যায়, বাজারে কাটিমন জাতের আম নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। চাষিরা জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কাটিমনের উৎপাদন ভালো হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা থাকায় মাঝারি ব্যবসায়ীরা জমিতে গিয়ে আমের অগ্রিম বুকিং দিচ্ছেন। ফলে স্থানীয় বাজারেও দাম তুলনামূলক বেশি লক্ষ করা যাচ্ছে।
কানসাট বাজারের পাইকার শরিফুল ইসলাম বলেন, এবার কাটিমনের মান অত্যন্ত ভালো। ঢাকার পাইকাররা বেশি দামে কিনছেন। তাই স্থানীয় বাজারেও বাড়তি দাম। বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কাটিমন প্রতি মণ ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে খুচরা ক্রেতারা বলছেন, দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে কাটিমন জাতের আম।
কৃষি বিভাগের তথ্যমতে, এই আমের জনপ্রিয়তা ও বাজারে চাহিদা বাড়ায় চাষিরা এখন কাটিমন আম উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। সঠিক ব্যবস্থাপনা থাকলে আগামী বছর আরো বেশি উৎপাদন সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের।
আমচাষি ও ব্যবসায়ীরা বলছেন, বেশকিছু নাবি জাত, বিশেষ করে কাটিমন জাতের আম চাষ সম্প্রসারণ হয়েছে জেলাজুড়ে। ফলে শীতকালেও পাওয়া যাচ্ছে এই আম।
কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, উপজেলায় দুই হাজার ১৫০ হেক্টর জমিতে কাটিমন জাতের আমবাগান রয়েছে। অসময়ের আম হিসেবে পরিচিতি পাওয়ায় এ আমের চাহিদা দিন দিন বাড়ছে।
তিনি আরো বলেন, গত সপ্তাহেই ১৩ থেকে ১৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে আমটি। এখন ১৬ হাজার টাকা হলে সেটা অস্বাভাবিক নয় বলেও জানান তিনি।