হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নারী সমাজ দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর বিকল্প নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করছে।

“আগামী নির্বাচনে দায়িত্বশীল নারী ভোটারদের অংশগ্রহণ সঠিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অপরিহার্য।”

নারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—একটি সচেতন ভোটই দেশ ও সমাজের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সঠিক প্রার্থীকে ভোট দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহানাজ জান্নাত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) শাহনাজ শেলী।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ কে এম আফজাল হোসেন, আমির, জামায়াত বাগাতিপাড়া উপজেলা শাখা।

বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা, সচেতন ভোট প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সমাবেশ শেষে নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পাবনা-৩ আসনে বিএনপির তিন ভাইবোন তিন মেরুতে

জামায়তের উদ্যোগে ৬ কিলোমিটার সংযোগ সড়ক পরিষ্কার

চাটমোহরে বিনাচাষে রসুন আবাদে ঝুঁকছেন কৃষক

সংস্কারের অভাবে জরাজীর্ণ এনায়েতপুর কাপড়ের হাট

জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি নেতাকর্মীদের হামলা-গুলি, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

বগুড়া- ৩ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

স্বামী-স্ত্রী পরিচয়ে ৬ হাজার ইয়াবা পাচারকালে দুজন আটক

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ