হোম > সারা দেশ > রাজশাহী

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।

শুক্রবার নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার—এটাই বিএনপির রাজনৈতিক দর্শন। আমরা কোনো ধর্মের মানুষের ওপর নির্যাতনে বিশ্বাসী নই।

দুলু আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় দেশের সব ধর্মাবলম্বীর সমান মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ কোনো সম্প্রদায়ের মধ্যেই বৈষম্যের সুযোগ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষ। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিম প্রমুখ।

পরে বিকেলে সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুলু। সভাপতিত্ব করেন বিএনপি নেতা মকছেদ আলী।

এসময় দুলু বলেন, দেশের মানুষ ধানের শীষে আস্থা রাখে। বিএনপি কোনো বিদেশি প্রেসক্রিপশনে রাজনীতি করে না—দেশ ও জনগণের স্বার্থই আমাদের মূল রাজনীতি।

তিনি দাবি করেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করেছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে দুলু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে কখনো ভুলভাবে মূল্যায়ন করবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

বগুড়ায় এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

আ.লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল

ভাঙ্গুড়ায় ট্রলির সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত

সান্তাহারে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ

বগুড়া নির্বাচনকে ঘিরে মাঠে সরব বিএনপির নিষ্ক্রিয় নেতাকর্মীরা

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

‘ভাত নিয়ে গিয়ে দেখি বাবা দোকানে নেই’

প্রচারে এগিয়ে জামায়াত, কোন্দল বাড়তে পারে বিএনপিতে