নওগাঁয় সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলা ২০২৫ শুরু হয়েছে। শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন এবং বন বিভাগ এই মেলার আয়োজন করে।
সোমবার সকাল সাড়ে দশটায় নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষমেলা উদ্বোধন করেন।
বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহী মোহাম্মদ রফিকুজ্জামান শাহ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। সামাজিক বনায়ন জোন নওগাঁর সহকারী বোন সংরক্ষক মো. মেহেদীজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বন বিভাগসহ মোট ৪২টি স্টলে প্রচুর ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন শোভাবর্ধক গাছের চারা প্রদর্শিত হচ্ছে।