বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে। সেই সাথে লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
গত রোববার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে শহরের আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে৷ এ সময় দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন।
শহীদ কমরউদ্দিন বাঙ্গিরের মা জমেলা বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে শহীদ কমরউদ্দিনের ভাগ্নে শিমুলকে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় ইমরান ও ইমনসহ কয়েকজন সহযোগী কুপিয়ে আহত করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শহীদ কমরউদ্দিনের আধাপাকা বাড়ি ও বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে স্থানীয় দুইজনকে মারধর করা হয়। এ সময় দুর্বৃ্ত্তরা বাড়িতে থাকা ৫০ হাজার টাকা লুট করে চলে যায়। পরে স্বজনেরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে গুরুতর আহত শিমুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি প্রকাশ পেলে ঘটনা স্থল পরিদর্শনে গেলে স্থানীয় কয়েকজন বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে ভাঙচুর করে ও নগদ টাকা লুটপাট করে।
বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযোগ সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আজ আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার সতর্ক আছি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।