লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিল এবং এস্কাপ ও ফেয়ারডিল নামের অন্যান্য মাদক বহনকারী একটি ট্রাক আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে এসব নিষিদ্ধ মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করে আসছিল। লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ট্রাকটির গতিবিধি শনাক্ত করে অভিযান শুরু করে।
ধাওয়ার একপর্যায়ে ট্রাকটি রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় ট্রাকটি আটক করা সম্ভব হয়। পরে আটক ট্রাকটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান বলেন, লালমনিরহাট জেলা পুলিশের ধাওয়ার পরে ট্রাকটি গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় সেটি আটক করা হয়।
এই ঘটনার মামলা লালমনিরহাট জেলায় অভিযোগ দায়ের করা হবে এবং তদন্ত পরিচালনা করবে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। মাদকপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ভারতীয় ফেনসিডিলসহ সব ধরনের মাদকপাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।