হোম > সারা দেশ > রংপুর

দেশে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার: আমীর খসরু

রংপুর অফিস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার। আমি যে কথাগুলো বলেছি তার বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। আর এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ কেউ করবে না।

সবাই তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এখানে বিদেশ থেকে যারা আসে আমাদের জিজ্ঞেস করে ‘আপনাদের নির্বাচনটা কবে বলেন’। তারা তো অন্তর্বর্তী সরকারের সঙ্গে কমিটমেন্টে যাবে না। সুতরাং সবাই বসে আছে হাত গুটিয়ে। সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য।

বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার উন্নয়নের অঙ্গীকার শীর্ষক মতবিনিময়ে সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা একেকটা দিন নষ্ট করছি অনির্বাচিত সরকারের উপস্থিতিতে। একেকটা দিন পিছিয়ে যাচ্ছি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি।

তিনি বলেন, রংপুরে স্কিল ডেভেলপ করব আমরা। রংপুরে বড় বড় ভবন পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাচ্ছে না। সেগুলোকে কাজে লাগাতে হবে। আমরা সবকিছু অনলাইনে নিয়ে যাব। কোন অফিসে যেন আপনাদের যেতে না হয়। ঘুস দিয়ে আর কাজ করতে হবে না।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউদ্দীন হায়দার, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ আট জেলার নেতারা বক্তব্য দেন। এ সময় রংপুর বিভাগের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় হেভিওয়েটদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন দুই নারী প্রার্থী

পীরগাছায় শাপলা কলিতে ভোট দিতে চাওয়ায় মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

রংপুরে মাগরিবের পর বক্তব্য দেবেন তারেক রহমান

চিলমারীর চারণভূমি এখন ধু-ধু বালুচর

ভারত থেকে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা

৪ ফেব্রুয়ারি হাতীবান্ধা যাচ্ছেন জামায়াতের আমির

দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান

জলঢাকায় বিএনপি সভাপতিসহ ১০ জনের জামায়াতে যোগদান

যাদের কাছে নারীরা নিরাপদ নয়, তাদের ভোট দেওয়া যাবে না: এটিএম আজহার