গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক থাকায় জনভোগান্তি বেড়ে গেছে।
নাগরিক সেবা ব্যাহত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ৯জন ইউপি সদস্য, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাসহ বেশ কিছু মামলা থাকায় গত এক বছর যাবত সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম পরিষদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন না। দীর্ঘদিন তিনি পলাতক থাকায় দিন দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছেন এলাকার সাধারণ লোকজন।
বেড়া এলাকার বাসিন্দা মতিউর রহমান টুকুসহ সাধারণ লোকজন বলেন, চেয়ারম্যানকে পরিষদে পাওয়া যায় না। অজ্ঞাত স্থান থেকে তিনি ইউনিয়ন পরিষদ পরিচালনার চেষ্টা করছেন।
হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রানা জানান, চেয়ারম্যান পরিষদে না এসে দীর্ঘদিন থেকে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ইউনিয়নের সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ রয়েছে।
গত এক বছর ধরেই তাকে অপসারণ ও বিচারের দাবি জানিয়ে আসছেন এলাকার লোকজন। এরই প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন ওই ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পরিষদের অনুপস্থিত থাকায় সরকারি কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ভেঙে পড়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিক সেবা। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের রেজুলেশন অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।
লিখিত অভিযোগের বিষয়টি নজরে আসলে একদিন পরই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার অনুপস্থিতির দাবি অস্বীকার করে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনলাইনের যুগে সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে চালানো হচ্ছে। এ সময় তিনি পালিয়ে থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, অল্প কিছুদিন আগেই নদী ভাঙনকবলিত মানুষের মাঝে ইউএনও মহোদয়ের উপস্থিতিতে চাল বিতরণ করেছি।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল জানান, ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সদস্যরা লিখিত অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলে। পরিষদের প্যানেল চেয়ারম্যান সংক্রান্ত রেজুলেশনটি সঠিকভাবে উপস্থাপন করা হলে আমি তা উপরে পাঠিয়ে দিব।