হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে ‘আমরা ধানের শীষ পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবরোধ শেষে মিছিলটি ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, শামীম কায়সার লিংকনের মনোয়ন বাতিল করে দলের ত্যাগী নেতা ফারুক কবির আহমদকে ধানের শীষের প্রার্থী করতে উপজেলার সাধারণ জনগণ এককাট্টা হয়েছে।

গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই সময় গাইবান্ধা-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে শামীম কায়সার লিংকনের নাম ঘোষণা করেন তিনি। এর পর থেকেই দলের একাংশের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের জন্য আন্দোলন করে আসছেন।

সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: এটিএম আজহারুল

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে পলাশবাড়ী জামায়াতের শোকরানা নামাজ ও মিষ্টি বিতরণ

নবাবগঞ্জে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি, যুবক গ্রেপ্তার

শেখ হাসিনার ফাঁসির আদেশে সাঘাটায় আনন্দ মিছিল

তেঁতুলিয়ায় আবারো দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য

উত্তরা ইপিজেডে ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজিবপুরে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার

রাজারহাট-আনন্দবাজার সড়কের বেহাল দশা, বেড়েছে ভোগান্তি

হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে: এটিএম আজহারুল

যেদিন হাসিনার ফাঁসি কার্যকর হবে, সেদিন আমার কলিজা ঠাণ্ডা হবে