হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

আমার দেশ ডেস্ক

শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে সারা দেশের ছাত্র-জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে গতকাল শুক্রবার সারা দেশে জেলা ও উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া ও ঢাকা-ডেমরা সড়কে তীব্র যানজটে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

ফেনী প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফেনী প্রেস ক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ, ট্রাংক রোড ও ফেনী মডেল থানা প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়।

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি জানান ওসমান হাদি হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার পর কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। জুমার নামাজ শেষে নগরীর পূবালী চত্বর থেকে পৃথক কয়েকটি মিছিল বের হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন মোড় ঘুরে পূবালী চত্বরে এসে সমাবেশে জমায়েত হয়।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজিজুল হক, মাওলানা মফিজুল ইসলাম, ডা. মাওলানা ইসহাক, মাওলানা আমানুল্লাহ, মাসুমুল বারী, মো. মাহবুবুর রহমান, মো. মোশারফ হোসাইন, হাছান আহমেদ, নাজমুল হাসান ।

নীলফামারী প্রতিনিধি জানান, হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন মনির হোসেন, রাজু, মাওলানা আব্দুল হান্নান, মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ।

লালমনিরহাট প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি লালমনিরহাট জেলা শাখার নেতা ও সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

নাটোর প্রতিনিধি জানান, হাদির রুহের মাগফিরাতের জন্য শুক্রবার জুমার নামাজ শেষে জেলার সাড়ে তিন হাজার মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এই আয়োজন করে। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাকিব, নাটোর শহরের প্রাচীন আলাইপুর মারকাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান।

ঝালকাঠি প্রতিনিধি জানান, হাদি হত্যার বিচার দাবিতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল নীলফামারীর জলঢাকায় মিছিল বের করে বিপ্লবী ছাত্র-জনতা। মিছিলটি জলঢাকা থানা মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, স্থানীয় আবু সাঈদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

‎এর আগে শহরের শহীদ আফনান চত্বরে হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বক্তারা খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্রশক্তি। শুক্রবার বিকালে শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন শেখ এমদাদুল হক, উসমান গণী, ফয়সল আহমেদ এবং শাহীন আলম। পৃথক মিছিলে ছাত্র জমিয়তের পক্ষে বক্তব্য দেন তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। শুক্রবার বাদ জুমা পুরাতন কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, বেলাল হোসেন অপু, এসএম সাদ্দাম, হাফেজ মোরশেদ আলম আল মামুন প্রমুখ।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিপ্লবী ছাত্রঐক্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তা প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

মাগুরা প্রতিনিধি জানান, ওসমান হাদির গায়েবানা জানাজা, তার হত্যার বিচার দাবিতে বিকালে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগুরা সরকারি কলেজের সামনে হাদির স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে সর্বদলীয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তব্য দেন আব্দুর রাকিব, মোহাম্মদ হোসাইন, শফিকুল ইসলাম।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বিকালে প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

নেত্রকোনা প্রতিনিধি জানান, হাদি হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপিসহ বিভিন্ন দলের লোকজন মিছিল করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ করে। হাফসা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন ফাহিম রহমান খান পাঠান, মাওলানা আব্দুর রহীম, ইফতেখার শামীম, হাসনাত জনি, রাজিব মিয়া ।

মেহেরপুর প্রতিনিধি জানান, হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। গতকাল বাদ জুমা শহরের কোর্ট মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মওলানা তাজ উদ্দিন খান, ইকবাল হোসাইন, রুহুল আমিন, শাকিল আহমেদ, আব্দুল গাফফার ।

মাদারীপুর প্রতি‌নি‌ধি জানান, হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাদারীপুর সদর উপ‌জেলার মস্তফাপুরে গতকাল বাদ জুমা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এ সময় রাস্তায় টায়ার জ্ব‌লি‌য়ে দুই ঘণ্টা অব‌রোধ করা হয়।

নওগাঁ প্রতিনিধি জানান, হাদিকে হত্যার প্রতিবাদ নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বক্তব্য দেন।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা কুড়িগ্রাম মডেল মসজিদ থেকে ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি মিছিল বের করে। এরপর শাপলা চত্ত্বরে গিয়ে বিক্ষোভ করে এবং হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করে। উলিপুর উপজেলায় ইনকিলাব মঞ্চ বিক্ষোভ মিছিল করেছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শহরের বড়পুল মোড় থেকে সর্বস্তরের জনগণ ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে শ্রীপুর জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

নোয়াখালী প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নোয়াখালীতে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুমা নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদ থেকে আগত ছাত্র-জনতা জেলা শহরের কাচারি চত্বরে সমাবেশে হালিম, রাইসুল ইসলাম, রায়হান রাব্বি, নোমান আল মাহমুদ, খলিলুর রহমান, আব্দুল্লাহ বিন হাদি, রজনী আক্তার, আল আমিন, সোহাগ প্রমুখ বক্তব্য দেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, বিপ্লবী জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদ। মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে শোক আর ক্ষোভে ফেটে পড়ে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি শহরে নেমে আসে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ। শাপলা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পুরো শহর।

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের সাতবারের সাবেক এমপি ও মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে অগ্নিসংযোগের পর ছাত্র-জনতা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করে। গতকাল শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী অবস্থানের পরও পুলিশ প্রশাসনের কোনো সাড়া না পেয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এই মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদের আবহ তৈরি হলে তারই ধারাবাহিকতায় দিনাজপুরের খানসামায় একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের পীরগাছা-কাউনিয়া উপজেলার রাজপথে ছাত্র-জনতা। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, হাদি হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি। উপজেলার বেইলিব্রিজ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ‎হবিগঞ্জের বাহুবলে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

‎ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যকারীর বিচারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠান করেছে। শুক্রবার বাদ জুমা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে মিছিল শেষ করে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাজার পাড়ের ঈদগাহ মাদরাসা-মসজিদ মাঠ থেকে এনসিপি সমন্বয়ক আশরাফ হোসেনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার বটতল হতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার ও কার্গো মসজিদ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জানান, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সেনবাগ পৌর শহরের কেন্দ্রীয় থানা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, সন্ত্রাসী হামলায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর টাঙ্গাইলের নাগরপুরে এক বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। এ সময় বক্তারা হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সমাবেশে বক্তব্য দেনÑরুহেল হোসেন সুমন, আব্দুল্লাহ আল মামুন, ওয়াসিফ আরাফাত অভি, বিন বেলাল, সাঈদ বিন জাবেদ, আলমগীর হোসেন আরাফ, কাওছার হোসেন, নুর আলম, শাকিল হোসেন, নুর আলম জিহাদ প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুহাম্মাদউল্লাহ ফাহমির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওহাব আলী মিয়া, ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি রেজাউল করিম, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা আবুল হাসান, এনসিপি নেতা জাবের হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা উলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের কাউখালী উপজেলা শহরে শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন কাউখালী উপজেলা বিএনপি ও সর্বস্তরের ছাত্র-জনতা পৃথকভাবে মিছিল বের করে।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, হাদি হত্যার প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল বিকালে ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেন, রাশিদুন্নবী রাশেদ, সাজেদুর রহমান, সোহেল মিয়া, গোলাম রব্বানী, আশিকুর রহমান আপেল, ওয়ালিউর রহমান প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার দাবিতে দিনাজপুরের চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ। গতকাল জুমার নামাজের পর সোনাইমুড়ী বাজারে ও বেগমগঞ্জের চৌমুহনীতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। এ সময় মাওলানা বোরহান উদ্দিন, নাসিমুল গনি চৌধুরী মহল বক্তব্য দেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর রবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, হাদি হত্যাকারীদের বিচার দাবিতে গতকাল দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী বাজার থেকে রূপগঞ্জ সদর ইউনিয়নের রূপগঞ্জ থানার সামনে দুই ঘণ্টাব্যাপী বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা ও সর্বস্তরের ছাত্র-জনতা রূপগঞ্জে মহাসড়ক অবরোধ করে।

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল বাদ জুমা সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। এ সময় সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ, মোগরাপাড়া চৌরাস্তা মসজিদ, বৈদ্যেরবাজার মসজিদ, সনমান্দীর মসুরাকান্দা মসজিদ, বাংলাবাজার মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন কামাল, আবুল কাশেম বাবু ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করেছে।

দিনাজপুরে খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক দুই মেয়রের বাড়িতে আগুন

খানসামায় জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

ভোট এলেই প্রতিশ্রুতি, এরপর বরখেলাপ

ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া

যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর

হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারাগঞ্জে বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যু: খানসামায় একাধিক কর্মসূচি

পাটগ্রাম সীমান্তে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

ওসমান হাদির মৃত্যুতে পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল