দেশের বাজারে দাম বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা-মসজিদ স্থলবন্দর দিয়ে দুদিনে ১ হাজার ৬৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সোনা-মসজিদ উদ্ভিদ সংগ-নিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।
তিনি বলেন, রোববার ২৯টি অনুমোদনপত্রের বিপরীতে সোনা-মসজিদ বন্দরে দিয়ে ৮৭০ মেট্রিক টন ও সোমবার ২৭টি অনুমোদন-পত্রের বিপরীতে ৮১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
এর মধ্যে রোববার ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে দুই ট্রাকে ৬০ টন পেঁয়াজ সোনা-মসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। সোমবার বন্দরে এসেছে ১৫০ মেট্রিক টন। সব মিলিয়ে এ সংবাদ লেখা পর্যন্ত দুইদিনে এসেছে মোট ২১০ মেক্টিক টন পেঁয়াজ।
সমীর ঘোষ আরো বলেন, সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ভারত থেকে সোনা-মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল। এদিকে পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০-৩০ টাকা কমে ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। আবদুল বারী নামে এক ক্রেতা বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির খবরে শিবগঞ্জ বাজারে ৮০-৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমি ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি।
অন্যদিকে পেঁয়াজ বিক্রেতারা বলছেন, অল্প কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম অনেক কমে আসবে। এতে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানি পুরোদমে শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে। দাম আরো কমে ফিরে আসবে স্থিতিশীলতা।