হোম > সারা দেশ > রংপুর

অনিয়ম দুর্নীতির অভিযোগে অবরুদ্ধ সমন্বয়ক

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় অনিয়ম দুর্নীতির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে অবরুদ্ধ হয়েছেন সমন্বয়ক ফারদিন এহসান মাহিম। তিনি পীরগাছার সমন্বয়ক। গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার কক্ষে তাকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আসে ৫০ জন শিক্ষার্থী। তারা দুপুরের দিকে ফারদিন এহসান মাহিমকে ডেকে নেয়। এসময় শিক্ষার্থীরা মাহিমের বিরুদ্ধে প্রায় কোটি টাকা লুটপাটের অভিযোগ উপস্থাপন করে। মাহিম এসব অভিযোগের কোনো জবাব দিতে পারেনি। এ কারণে তাকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফ আলী রাফিদ, পীরগাছা সরকারি কলেজের ইশতিয়াক আহমেদ কৌশিক, ঢাকা সিটি ইউনিভার্সিটির মো. রাব্বি, চট্রগ্রাম বিদ্যালয়ের সৈয়দ তানজিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোহেল তানভির আমার দেশকে বলেন, পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্র নেতা পরিচয়ে মাহিম গত ৫ আগস্ট পরবর্তী প্রশাসন ও স্থানীয় রাজনীতিবীদদের সাথে থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতার নাম ভাঙিয়ে নানামুখী অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। এছাড়াও বেশ অর্থ বৈভবের মালিক হয়েছে তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে ভাগিয়ে নিয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলারশিপ যেখানে মাহিমের বোনকেও দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সমন্বয়ক ফারদিন এহসান মাহিম আমার দেশকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কিছু অভিযোগ সত্য অনেক ক্ষেত্রে আমি তাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের বিষয় তিনি অস্বীকার করেন। ভিজিএফ, ভিজিডি, ভিডব্লিউবি ও ইজিপিপি প্রকল্পের বিষয়ে বলেন, যখন যা পেয়েছি তা বন্টন করেছি। আমার বিরুদ্ধে অভিযোগ লিখিত আকারে দায়ের করা হচ্ছে, অভিযোগগুলো তদন্ত হোক পরে কথা বলবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমরা পীরগাছায় মাহিমের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু মাহিমের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তা লিখিতভাবে কেউ আমাদেরকে অবগত করেনি। তারপরও অভিযোগগুলো নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছি।

ইউএনও নাজমুল হক সুমন বলেন, উপজেলা ছাত্র সমন্বয়ক ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা হবে। ভিজিএফ ভিজিডি, ইজিপিপি প্রকল্পের ভাগ দেয়া ও অনিয়ম দুর্নীতি প্রশ্ন এড়িয়ে যান তিনি।

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ