নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় নুরুল হক নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মাগুড়ার কাজীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নুরুল হক মতিন (৬০) মাগুড়া কাজীপাড়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে। পুলিশ জানায়, নুরুল হক মতিন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। সে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির পাঁয়তারা করছিল।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নুরুল হক মতিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।