হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বাস উল্টে প্রাণ গেল ২ বছরের শিশুর, আহত ১৩ জন

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের নতুন ভুষিবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে দশমাইল হাইওয়ে মহাসড়কের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম তাইফ। সে দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই দ্রুতগতির বাসটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, দুর্ঘটনায় মোট ১৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাইফকে মৃত ঘোষণা করেন।

আহত অপর ১৩ জন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আরমান, শুভ, শাহজাহান (তিলক), উজ্জ্বল, রিয়াজুল ও নজরুল ইসলামসহ নারী ও পুরুষ যাত্রী রয়েছেন।

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসিকে আরো নিরপেক্ষ হতে হবে

খানসামায় এক বছরে ৩০ জনের অপমৃত্যু

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও ইস্কাফ সিরাপ জব্দ

পাটগ্রাম সীমান্তে চোরাচালানকারী চক্রের ৩ সদস্য আটক

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে মারপিট

দিনাজপুরে প্রচন্ড শীতে জনজীবনে দুর্ভোগ, তাপমাত্রা ৯.৯ ডিগ্রি

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস

মাদ্রাসা ঘুরে-ঘুরে এতিম-অসহায়দের কম্বল দিলেন ইউএনও