হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা) আসনে জামায়াত প্রার্থী অলিউল্লাহ নোমান বলেছেন, জামায়াত ক্ষমতা গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিক তার ন্যায্যা অধিকার ফেরত পাবে। সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সারা দেশে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার জামায়াতে উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমির মাও. আলাউদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাও. মুখলিছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাও. আব্দুস শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নায়েব উল্লাহ, ইঞ্জিনিয়ার ফোরামের জেলা সেক্রেটারি আসাদুজ্জামান রেজা, উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, বহরা ইউনিয়ন সভাপতি মাও. নাহিদ হোসাইন।
এছাড়াও উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, কর্মপরিষদ সদস্য মাও. শরীফ উদ্দিন মাসুম পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।