চুনারুঘাটে জিয়াউর রহমানের জন্মদিন পালন
আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী, দেশে বাকশাল কায়েম করে চারটি সংবাদপত্র রেখে বাকি সবগুলো বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক এমপি বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।
মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি শাম্মী আক্তার ছাড়াও বক্তব্য রাখেন ১ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির সেলিম,২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবলু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ মনির, আমিনুল ইসলাম সুজন, ৩ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ প্রমুখ।
এমএস