হোম > সারা দেশ > সিলেট

র‌্যাব অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

ছবি: আমার দেশ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশে পাত্রখোলা শ্মশান এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির তালহা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

শ্রীমঙ্গলে ‘শহীদ ওসমান হাদি’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেট জেলা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক

হাওরের বোরো ফসল অর্থনীতির মূল ভিত্তি: সুনামগঞ্জের জেলা প্রশাসক

শায়েস্তাগঞ্জে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের জনসভাস্থল

ছাত্র-জনতার ওপর হামলাকারী ড. মোমেন ছদ্মবেশে ছিলেন ৮ মাস

অবৈধ পথে আসা ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত ৩৬৪

শ্রীমঙ্গলে বড় মাছের সমারোহে উৎসবমুখর বাজার

মামলাজট কমাতে গ্রাম আদালতের সক্ষমতা বাড়াতে হবে: সারওয়ার আলম