হোম > সারা দেশ > সিলেট

রাতের আঁধারে এলজিইডি সড়কের ৪৮ গাছ উধাও

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট এলজিইডি সড়কের দুই পাশ থেকে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সপ্তাহের ব্যবধানে সড়কের দুপাশ থেকে এ পর্যন্ত ৪৮টি (মেহগনি, লাটিম, রেইনট্রি) গাছ নেওয়া হয়েছে।

সরেজমিন বাদাঘাট এলজিইডি সড়কে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সড়কে দেখা যায়, সূর্যেরগাও গ্রামের পূর্বপাশ থেকে শুরু করে টাকাটুকিয়া ব্রিজের সামনে পর্যন্ত সড়কের দুপাশে সারিবদ্ধ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে। সড়কের দুপাশে হাওর থাকায় গাছগুলো সড়কের মাটিকে সুরিক্ষত রেখেছে মাঠিয়ান হাওরের ঢেউ থেকে। পনের-বিশ বছর বয়সী এ গাছগুলো একদিকে যেমন পথচারীদের ছায়া দিচ্ছে সেই সাথে পথের সৌন্দর্যও বাড়িয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে সড়কের সব গাছ উধাও হয়ে যাবে।

এপথে যাতায়াতকারী দক্ষিণ বড়দল ইউনিয়নের ইউপি সদস্য টাকাটুকিয়া গ্রামের জহুর আহমেদ বলেন, বিগত বছরে গাছ কেটে নিয়েছে দুবৃর্ত্তরা। তবে এ বছর একটু বেশি। এখনই যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে সড়কে আর গাছ থাকবে না।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, বিষয়টি সরেজমিনে দেখে এসেছি। গাছ কারা কেটে নিয়ে যাচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেয়া চেষ্টা করছি।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমাকে অনেকে অবহিত করেছেন। সত্যি এটা দুঃখজনক। দুর্বৃত্তদের এখনই আইনের আওতায় আনা জরুরি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, আমি উপজেলায় নতুন এসেছি, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল