হোম > সারা দেশ > সিলেট

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে: মুক্তাদির

সিলেট ব্যুরো

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেকার তরুণ ও যুব-প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ-কালে তিনি একথা বলেন।

তিনি বলেন- সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো একসময়। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।

তিনি আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয়ভাবে মাত্র ২ লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।

কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এদিকে, রোববার সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজের অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনা নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী, অধ্যাপক পার্থ সারথি নাথ।

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছনায় সুনামগঞ্জ এবি পার্টির নিন্দা

কমলগঞ্জে যুবকের লাশ উদ্ধার

অসুস্থ শিক্ষার্থীর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীর এক অসাধারণ একতা

ট্রেন দুর্ঘটনা এড়াতে অরক্ষিত ২০ লেভেলক্রসিং বন্ধ

হবিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের আহবান পুলিশ সুপার বিল্লাল হোসেনের

মেডিকেল কলেজ দেখিয়ে আ.লীগ সরকারের ভয়াবহ প্রতারণা: নাসের রহমান

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সারা দেশে ইনসাফ-ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

কালের সাক্ষী জকিগঞ্জ জমিদার বাড়ি