হোম > সারা দেশ > সিলেট

জাল টাকার কারবারে রাজি না হওয়ায় যুবককে নির্যাতন

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

মাদক ও জাল টাকার কারবারে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জের তাহিরপুরে এক আদিবাসী যুবককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামে এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম বৈশাখ সাংমা (২২)। তিনি স্থানীয় সঞ্জয় সাংমার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বৈশাখের মামা রাতুল দিও বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—বড়গোপ গ্রামের শহীদ মিয়া (৩৮), তাঁর ভাই আরজু মিয়া (৪০), শহীদ মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩২), আরজু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৩৫) ও কাদির মিয়ার স্ত্রী ফালানি বেগম (৪৫)।

অভিযোগে বলা হয়েছে, শনিবার দুপুরে শহীদ মিয়া ও সহযোগীরা বৈশাখ সাংমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে মাদক ও জাল টাকা ব্যবসায় অংশ নেওয়ার প্রস্তাব দেন।

বৈশাখ রাজি না হলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতের হাত, পা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ বিষয়ে অভিযুক্ত শহীদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল