হোম > সারা দেশ > সিলেট

সিলেটের ছয় আসন মনোনয়নপত্র সংগ্রহ অর্ধশত প্রার্থীর

সিলেট ব্যুরো

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে ১৪৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সিলেট জেলার ছয়টিতে ফরম কিনেছেন ৪৯ জন।

এছাড়া সুনামগঞ্জের পাঁচটি আসনে ৩৯ জন, মৌলভীবাজারের চার আসনে ২৮ ও হবিগঞ্জের চার আসনে ৩২ জন মনোনয়নপত্র নিয়েছেন। রোববার সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, খেলাফত মজলিশের তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) হাসান প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস, ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেনসহ ৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, জামায়াতের আবদুল হান্নান, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ লুৎফুর রহমান, স্বতন্ত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস, গণঅধিকার পরিষদের মাইদুল ইসলাম, গণফোরামের তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আমির উদ্দিনসহ আট প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক (এমএ মালিক), জামায়াতের লোকমান আহমদ, এনসিপির নুরুল হুদা জুনেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী, মইনুল বাকের, আসাদুজ্জামান রাজ্জাক, আবদুস সালাম, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরীসহ ১০ জন ফরম নিয়েছেন।

সিলেট–৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, এনসিপির রাসেল উল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের আলী হাসান, ইসলামী আন্দোলনের মাওলানা সাঈদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন আহমদসহ আটজন মনোনয়নপত্র নেন।

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, জামায়াতের হাফিজ মো. আনওয়ার হোসেন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ মুসলিম লীগের বিলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ, জাকির হোসেনসহ সাতজন ফরম কিনেছেন।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, স্বতন্ত্র হোসেন খান হেলাল ও ফখরুল ইসলাম, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আজমল হোসেনসহ সাত প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু

নির্ধারিত সময়েই হাওর রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে: বিভাগীয় কমিশনার

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল

বালু দস্যুদের থাবায় ক্ষত-বিক্ষত পাহাড়ি টিলা ও ছড়া

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের বিদায় ও নবীনদের বরণ

সুনামগঞ্জ-৩ আসন উন্মুক্ত চায় জামায়াত-এবি পার্টি

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিজ বাড়িতে ২ ভাই খুন

ফসলি জমির টপসয়েল কাটায় জিতেন দাসকে জরিমানা

সিলেটে ১০৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মামনা

সুনামগঞ্জ- ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল