হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আলমাস উদ্দিন (২৩)।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজউদ্দিনের বাড়ির কাছে চতুল-লালাখাল সড়কের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন।

এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন। স্থানীয়রা বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, এক যুবক নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে তার উপস্থিতিতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি আরো জানান, নিহত আলমাসের মাথার পেছনে গুলির চিহ্ন আছে। এরপর তার লাশ পুলিশের হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবির গুলিতে নিহতের খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন সকাল ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে টহল দল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে, অজ্ঞাত পরিচয়ের একদল চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটক করা পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের ক্রমাগত আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) ও টহল দলের সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে চার-পাঁচ রাউন্ড ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে আরো বলা হয়, বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় এক সদস্য আহত হন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে গুলিবিদ্ধ হয়ে আলমাসের নিহতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে যুবকের মৃত্যুর ঘটনা উল্লেখ না থাকার বিষয়ে জানতে চাইলে রাত পৌনে ৭টার দিকে ১৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার আমার দেশকে বলেন, তিনি তখন ঘটনাস্থল থেকে ফিরছিলেন। আর সংবাদ বিজ্ঞপ্তির বক্তব্যই তার বক্তব্য।

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় সিপিজি সদস্য নিহত

হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের সভাপতি তোফায়েল, সম্পাদক জুনায়েদ

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

মানসিক প্রতিবন্ধী ভাঙলো জামায়াত প্রার্থীর গাড়ি

ছাত্র-জনতার ওপর হামলাকারী ৫৭০ আসামির জামিন

মৌলভীবাজারে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু

নাসের রহমানকে ঘিরে উচ্ছ্বসিত জনতা, লিফলেট বিতরণে জনস্রোত

হাওরে নারী সমাবেশ ও পিঠা উৎসব

রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০