সুনামগঞ্জ থেকে সুনাম নিয়ে ফিরবেন বলে জানিয়েছেন নতুন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম)। সোমবার বিকেল ৪টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটের মানুষ অতিথি পরায়ন। লন্ডনে গিয়ে সেই অতিথি পরায়নতা পেয়েছি। সুনামগঞ্জে আসার আগে আমার মা বলেছিলেন সুনামগঞ্জে গিয়ে যেন সুনাম অর্জন করতে পারো। ইনশাআল্লাহ সুনাম নিয়ে সুনামগঞ্জ থেকে ফিরবো।
মতবিনিময়কালে এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেছেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারির মাধ্যমে এ জেলায় আমার যোগদান হয়েছে। এর আগে পিবিআইতে ছিলাম। জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের তদন্তের দায়িত্বেও আমি ছিলাম। নির্বাচনে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজটি করে থাকেন। আমি সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি কারো নই, আমি আইনের। তাই বুকে বিশ্বাস রেখে বলতে আগামীর নির্বাচন সততার সাথে দায়িত্ব পালন করব। যাতে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হয়। এবং সুনামগঞ্জের সুনাম যেন নিয়ে ফিরতে পারি।
মতবিনিময়সভায় নির্বাচন, যানজট, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, কিশোরগ্যাংসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নানা বিষয় নিয়ে সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে অবগত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জে ধোপাজান পাথর মিশ্রিত বালু মহাল। সুনামগঞ্জে নদীতে বালু লুটের খবর জেনেছি। একটা মামলাও রুজু করেছি। বালু লুটে যারা জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না। আজ কালকের মধ্যে অ্যাকশন শুরু করব।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসাইন, পুলিশ পরিদর্শক (ডিআইও-১, ডিএসবি) মো. আজিজুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।