হোম > সারা দেশ > সিলেট

দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের টাকা-স্বর্ণালংকার ছিনতাই

উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে দু’লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে দু’লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা দু’লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন এবং একটি আংটি ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে দু’লাখ টাকা উত্তোলন করেন। এ সময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়ামও সঙ্গে ছিল। তারা টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দু’টি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের থামায়। চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে দু’লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা,'না' মানে দিল্লির দালালী

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার