হোম > বাণিজ্য

বছরের সর্বোচ্চ উত্থানে ডিএসই সূচক ৫ হাজার পয়েন্টে

স্টাফ রিপোর্টার

চলতি সপ্তাহের লেনদেনের প্রথম দিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৬ পয়েন্ট। শতকরা হিসাবে সূচক বৃদ্ধির এ হার ১ দশমিক ৫৩ শতাংশ, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

সূচকের বড় ধরনের উল্লম্ফনের ফলে ডিএসইর প্রধান সূচকটি ফের ৫ হাজার পয়েন্টের উপরে উন্নীত হয়েছে। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫ পয়েন্ট। গত আড়াই মাসের মধ্যে এটিই ডিএসই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৩ নভেম্বর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৬১ পয়েন্ট।

ডিএসইএক্স ছাড়াও ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। দুটি সূচকই প্রায় দেড় শতাংশ হারে বেড়েছে।

এদিকে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৯৫ কোটি টাকা। এরফলে দিনশেষে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি টাকা। বৃহস্পতিবার সবশেষ লেনদেন দিবসে এর পরিমাণ ছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও বন্ডের দর বেড়েছে। লেনদেন হওয়া ৩৮৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৪২ টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। তবে অবসায়নের তালিকায় থাকা লিজিং কোম্পানিগুলো ছিল দরবৃদ্ধির শীর্ষে। ১০ শতাংশের বেশি দরবৃদ্ধি হয়েছে পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের। এ পাঁচটি লিজিং কোম্পানি রয়েছে অবসায়নের তালিকায়। দরবৃদ্ধির শীর্ষে দশে স্থান পাওয়া আরও একটি লিজিং কোম্পানি হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং। এটির দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। এসব লিজিং কোম্পানির শেয়ার ১.১০ টাকা থেকে ৪৫ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।

এদিকে আজ সূচক সমন্বয়ে ডিএসইর প্রধান সূচকে ৯টি কোম্পানি নতুন করে যুক্ত হয়েছে এবং বাদ পড়েছে ১৬টি কোম্পানি।

নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো: বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস, সার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। অপরদিকে ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে ও তিনটি কোম্পানি বাদ পড়েছে। যুক্ত হওয়া কোম্পানি তিনটি হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম, ফাইন ফুডস ও বিএসআরএম স্টিল। ডিএসইর জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান সূচক সমন্বয়ের বিষয়টি কার্যকর হয়েছে বলে আমার দেশকে নিশ্চিত করেন।

আমানতকারীদের ক্ষোভ সত্ত্বেও সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় ব্যাংক

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণে মতামত না নেওয়ার অভিযোগ

বিদেশি ব্যবস্থাপনায় পানগাঁও কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ

এস আলম থেকে ঘুস নেন সাবেক ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

দুই বছরের মুনাফা পাবেন না পাঁচ ব্যাংকের আমানতকারীরা

ব্যাংকগুলোতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার