হোম > রাজধানী

আইসিটি খাতও দাপিয়ে বেড়াতেন ফয়সাল

সিনিয়র রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের একজন ফয়সাল করিম মাসুদ। আদাবর ছাত্রলীগের নেতা ফয়সালের আইসিটি ব্যবসাতেও ছিল দাপট। সরকারি কাজ বাগাতে তিনি গড়ে তুলেছিলেন ‘অ্যাপল সফট আইটি’ নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। দু’বছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেরও (বেসিস) সদস্য হন তিনি।

বেসিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপল সফট আইটি ২০১০ সালে প্রতিষ্ঠিত কোম্পানি। এটি আদাবর এলাকায় অবস্থিত। এর মাধ্যমে দেশের আইসিটি খাতে দক্ষ কর্মী তৈরি এবং প্রশিক্ষণের কাজ করার দাবি করা হয়। কোম্পানির সেবার মধ্যে আরও আছে, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, আউটসোর্সিং ট্রেনিং, সার্টিফাইড প্রফেশনাল ইন ট্রেনিং ম্যানেজমেন্ট, এসকিউএল ডাটাবেস পরিচালনা, গেম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও লোগো ডিজাইন, ২ডি-৩ডি অ্যানিমেশন, অ্যানিমেশন কার্টুন ডেভেলপমেন্ট, বিজ্ঞাপন তৈরি এবং অন্যান্য ডিজিটাল সমাধান।

হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করে বেসিসের এক সদস্য আমার দেশকে বলেন, এইট পিয়ারস সল্যুশনস লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজালালের সুপারিশে ফয়সালকে বেসিসের সদস্য পদ দেওয়া হয়। ফয়সাল ২০২০ সালের ৯ জুন বেসিসের সদস্য হন।

এসব তথ্যের মাধ্যমে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এবং তার ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগও আলোচনায় এসেছে। তবে শাহজালাল আমার দেশকে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ফয়সালকে চেনেনও না।

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীতে জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্য আহত

দুর্নীতি দূর করতে দেশে সামাজিক আন্দোলন প্রয়োজন

বিকেএসপির কৃতি প্রশিক্ষণার্থীদের সম্মাননা অনুষ্ঠান

হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ ডিএমপির

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার

জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যার চেষ্টা

হাদিকে গুলি করেন নানক–কামালের ঘনিষ্ঠ সহযোগী!

রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন