হোম > রাজধানী

লাখও রোজাদারের পাশে মাস্তুল

স্টাফ রিপোর্টার

রমজান মাসজুড়ে অসহায় পাঁচ লাখ রোজাদারকে ইফতার করাবে মাস্তুল ফাউন্ডেশন। একই সঙ্গে নিম্ন আয়ের ৫০ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে ইফতারসামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে সংগঠনটির ইফতার যাবে ফিলিস্তিনিদের কাছেও।

মাসব্যাপী এ আয়োজন চলবে মাস্তুল মেহমানখানায়। রোজাদারদের সম্মানে এ কাজটি তিন ভাগে করা হয়েছে। এর মধ্যে হাজারীবাগ বারইখালিতে মাস্তুল মেহমানখানায় প্রতিদিন হাজারেরও বেশি রোজাদার ইফতার করেন। যানজটে আটকা রোজাদারদের জন্যও রয়েছে বিনামূল্যের ইফতার।

এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলার এতিমখানা, মাদরাসা ও দরিদ্র পরিবারকে ৫০ হাজার প্যাকেট ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে জাকাতের মাধ্যমে এক হাজার দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তোলা হবে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, রোজাদারদের ইফতার ও সেহরি করানো একটি বিশেষ আমল; যা অনেক সওয়াবের কাজ। এ উদ্যোগের মাধ্যমে সমাজের সব নিম্ন-মধ্যবিত্ত ও গাজাবাসীদের রমজানকে আনন্দময় করে তুলতে চাই আমরা। পবিত্র এই রমজানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাই।

মাস্তুল ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক বলেন, মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রম রয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদরাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম। এছাড়া কয়েক জেলায় হাজারেরও অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা পূরণ করছে। এমনকি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলছে মাস্তুল ফাউন্ডেশন।

হাক্কানী আঞ্জুমানের আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

রাজধানীর চকবাজার ও মোহাম্মদপুরে আগুন

শাহজাদপুর খিলবাড়ির টেক এলাকায় তরুণীর আত্মহত্যা

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক বন্ধ

বিশ্বব্যাংকের নাম-লোগো ব্যবহার করে প্রতারণা গ্রেপ্তার এক

আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দ্রুত বাস্তবায়ন দাবি চাকরিপ্রত্যাশীদের

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ফেসবুক লাইভে কৃষক হত্যা, পরিবারের সংবাদ সম্মেলন