হোম > রাজধানী

ডেমরায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই বখাটে কারাগারে

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

রাজধানীর ডেমরায় ডিপ্লোমা প্রথম বর্ষের এক ছাত্রীকে দুই মাস আগে উত্ত্যক্ত করার অপরাধে দায়েরকৃত মামলায় দুই বখাটেকে শনিবার গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতে নেয়া হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

শনিবার রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে রোববার তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। শনিবার সন্ধ্যায় ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর ফেসবুকে শিক্ষার্থীকে ইভটিজিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে জানায় পুলিশ।

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ওই ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি কলেজ থেকে বাসায় ফেরার পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের উত্ত্যক্তের শিকার হন। বিষয়টি তিনি তার স্বামীকে জানালেও পরে অভিযুক্তদের আর খুঁজে পাওয়া যায়নি। ৩০ এপ্রিল ফেসবুকে উত্ত্যক্তের ওই ভিডিও দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়। ভুক্তভোগীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা করেন ওই ছাত্রী।

ডেমরায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাহমুদুর রহমান।

/এফ/

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ডিএনসিসির উদ্যোগে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় রিয়েল এস্টেট ব্যবসায়ী নিহত

আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি প্রধান

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

মুছাব্বির হত্যায় ব্যবহৃত পিস্তলসহ আরেক শুটার গ্রেপ্তার, যা বললো ডিবি

বিভিন্ন অপরাধে জড়িত থাকায় রাজধানীতে গ্রেপ্তার ৪৬