হোম > রাজধানী

ঢাকা জেলায় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

ডিসিসিআইয়ের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

দেশের মানুষের মাথাপিছু আয় যেখানে ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকা জেলা বাসিন্দাদের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার । যা দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দুই গুণের কাছাকাছি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) বা অর্থনৈতিক অবস্থান সূচকে এ তথ্য উঠে এসেছে।

শনিবার ডিসিসিআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের ২০১১ সালের হিসাবকে ভিত্তি ধরে তারা ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়ের এই হিসাব করেছে।

চলতি বছরের মে মাসে ২০২৪-২৫ অর্থছরে মাথাপিছু আয় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮২০ ডলার হওয়ার তথ্য দেয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিবিএস।

সাময়িক এ হিসাবে প্রতিষ্ঠানটি বলছে, এক বছরের ব্যবধানে এ আয় বেড়েছে ৮২ ডলার, আগের ২০২৩-২০২৪ অর্থবছরে যা ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

এর আগে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২০২১-২২ অর্থবছরে, ২ হাজার ৭৯৩ ডলার।

দেশের মানুষের মাথাপিছু আয়ের তথ্য দিলেও জেলাভিত্তিক আয়ের হিসাব দেয় না প্রতিষ্ঠানটি। এবার ঢাকা জেলার হিসাব তুলে ধরল ডিসিসিআই।

ব্যবসায়ীদের এই সংগঠনটির ভাষ্য, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক; আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে এখানে।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে গবেষণা পরিচালনার তথ্য দিয়ে ডিসিসিআই বলছে, এতে ঢাকা জেলার বাণিজ্য কর্মকাণ্ড পরিবর্তন, খাতভিত্তিক অর্জন ও সর্বোপরি অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

ডিসিসিআই বলছে, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঘনবসতিপূর্ণ এ অঞ্চল থেকে।

পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারো শিক্ষার্থীর লাশ উদ্ধার

বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ

১৭১৫ হাফেজ ও তাদের বাবা-মা পেলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মাননা

ইসকন বিরোধী মিছিলে ডামি রাইফেল প্রদর্শন, যুবক গ্রেপ্তার

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন

মিরপুরে আগুনের সূত্র সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস

মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

স্তন ক্যানসার চিকিৎসায় নারীদের পেশাগত সংগ্রাম অন্যদের জন্য অনুপ্রেরণার

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত, অজ্ঞাত ২০ জনের হামলা