হোম > রাজধানী

৪৬ লাখ টাকার যাকাত তহবিলে ৪১১ পরিবারে নতুন জীবন

আমার দেশ অনলাইন

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা পবা প্রকল্পের দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ অক্টোবর ২০২৫ বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে ৪১১ টি অসহায় পরিবারের হাতে ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাহান বকস মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো: আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবিকা পবা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ। এসময় প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে জীবিকা প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার গল্প ও পরিবারের স্বপ্ন পূরণের আশা।

সিজেডএম-এর সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক এবং হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মো: জাকারিয়া হোসেন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, ২০০৮ সাল থেকে সিজেডএম প্রায় ১৭ লাখ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের সেবা পৌঁছে দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে জানা গেছে সিজেডএম এর এ প্রকল্প খাদ্য, ওষুধ, কম্বল ও শিক্ষা সহায়তা, ঘর নির্মাণ ও জরুরি সেবা, স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে ওষুধ, মাতৃসেবা ও চক্ষু চিকিৎসা দিচ্ছে। এছাড়া স্যানিটারি ল্যাট্রিন বিতরণ ও টিউবওয়েল স্থাপন করে দিচ্ছে। গবাদিপশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা, মাছ চাষ, হাঁস-মুরগি পালনসহ বহুমুখী আয়ের উৎসও এ প্রকল্প।

এছাড়া ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি, সুদমুক্ত ঋণ প্রদান ও নিয়মিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে এ প্রকল্প থেকে।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো: আমিনুল ইসলাম সদস্যদের সফলতার কাহিনী শুনে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর সাথে যৌথ ভাবে তার যাকাতের অর্থ আরো কার্যকর ভাবে জনকল্যাণে ব্যয় করার আশাবাদ ব্যক্ত করে বলেন “এখন মনে হচ্ছে আমরা এ কাজটি আরও আগে শুরু করতে পারলে আমার এলাকা আরও ডেভেলপ হত। আপানারা জানবেন আমরা তাদের আশ্বস্ত করেছি, আমাদের পক্ষ থেকে তাদের এ পর্যন্ত ৩ কোটি ৭০ লক্ষ টাকা দিয়েছি, এখন আপনারা আছেন ৪১১ পরিবার এটাকে আমরা পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারে সম্প্রসারণ করবো এবং নাবিল গ্রুপের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ্‌”।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান জাহান বকস মন্ডল বলেন,“সিজেডএম জীবিকা প্রকল্প শুধু অর্থ সহায়তাই দিচ্ছে না, এটি মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে, নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। পবা থেকে যে আলোর শিখা জ্বলেছে, তা একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে।” অনুষ্ঠানের শেষ ধাপে ১৪টি দলের নেত্রীদের হাতে এ যাকাত তহবিলের চেক হস্তান্তর করা হয়।

রেসিডেন্সিয়াল কলেজের পাশে মা-মেয়ের লাশ

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

এবার ডিএমপির ১৫ পরিদর্শকের রদবদল

তিন ধাপে অনুষ্ঠিত হবে ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তেজগাঁও প্রেস ক্লাবের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘ঢাকাস্থ প্রিয় বগুড়াবাসী ফোরাম’র দোয়া

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীরা