হোম > রাজধানী

জমে উঠেছে মিরপুর আবাসন মেলা-২০২৫

স্টাফ রিপোর্টার

মিরপুর-১১ এর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে জমে উঠেছে মিরপুর আবাসন মেলা-২০২৫। দর্শনার্থী ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে সরগরম এখন মেলা চত্বর। সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেশি সঙ্গে বেচা-বিক্রিও ভালো বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

তারা জানায়, স্বল্প ও মধ্যবৃত্ত মানুষের নিরাপদ আবাসন ও সামর্থ্যের কথা মাথায় রেখে এই মেলায় নির্মাণ প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশাল মূল্য ছাড় দিয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে রেখেছেন নানা লোভনীয় অফার। বুকিং দিলেই মিলছে আকর্ষণীয় ছাড়। সাধারণ মানুষের কথা ভেবে মেলার প্রবেশ মূল্য রাখেনি কর্তৃপক্ষ।

নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সত্ত্বেও সব শ্রেণির ক্রেতাদের কথা বিবেচনায় রেখে মেলায় সর্বনিম্ন প্রতি বর্গফুট ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা স্কয়ার ফুট পর্যন্ত ফ্ল্যাট বুকিংদেয়া যাচ্ছে।

গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী মেলার শেষদিন আগামীকাল শনিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ক্রেতা ও বিক্রেতাদের জন্য মেলা উন্মুক্ত থাকছে।

মিরপুর রিয়েল স্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. শহীদুল ইসলাম আমার দেশকে বলেন, মিরপুর রিয়েল স্টেটের উদ্যোগে এ বছর ৬০টি প্রতিষ্ঠান ও কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৫টি ডেভেলপার কোম্পানি, নির্মাণ সামগ্রী সংক্রান্ত লিংকেজ প্রতিষ্ঠান ২০টি এবং ৭টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

মিরপুর রিয়েল স্টেট ফোরামের জেনারেল সেক্রেটারি মো. শামীম হাসান আমার দেশকে বলেন, দীপ্ত আবাসন ও পায়রা কনসোর্টিয়াম, নোভা হোল্ডিং, মিতু প্রোপার্টি লিমিটেড, জিএ ফাউন্ডেশন, নর্থ সাউথ গ্রুপ, ডিডিএল, উত্তরাধিকার প্রোপার্টিস লিমিটেড ও কংক্রিট হোল্ডিং লিমিটেডসহ ২৫ থেকে ৩০টি কোম্পানির উল্লেখযোগ্যসংখ্যক ফ্ল্যাট বুকিং ও ল্যান্ড মালিকদের সঙ্গে চুক্তি হয়েছে। প্রথমদিন ৫০ কোটির উপরে সেল হয়। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার শতকোটি ছাড়িয়েছে। আশা করছি মেলার শেষদিন পর্যন্ত ৫০০ কোটি ছাড়াবে। তিনি বলেন, মেলা নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বছর যেভাবে ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে, আগামীতে মেলার পরিধি বাড়ানোর চিন্তা রয়েছে।

আর ডমিনিয়ন গ্রুপ ও রিহ্যাবের পরিচালক মো. লাবিব বিল্লা বলেন, রাজনৈতিক পরিস্থিতি, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিসহ নানা কারণে আবাসন ব্যবসায় নাজুক অবস্থা বিরাজ করছে। তবে এই মেলার আয়োজন। কিন্তু মানুষের আগ্রহ দেখে আমরা অভিভূত। আশা করছি এই খাতের সুদিন ফিরবে শীঘ্রই।

কংক্রিট হোল্ডিংস লিমিটেডের এমডি ইঞ্জি. মো. আবু নাসির বলেন, স্বল্প আয়ের মানুষের স্বপ্নপূরণে আমার প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখছে। আর জি এ ফাউন্ডেশন এমডি মো. একরামুল হুসাইন কিশোর বলেন, নির্মাণ সামগ্রীর চেয়ে কম মূল্যে আমরা ফ্ল্যাট বিক্রি করছি। আমাদের অঙ্গীকার চুক্তির মধ্যে বুকিংকৃত ফ্ল্যাট হস্তান্তর করা। দেখেন, এই মিরপুরেই প্রতি বর্গফুট ৫ হাজার বিক্রি করছি। আবার ১৫ হাজার টাকাও রয়েছে। ক্রেতাদের কথা চিন্তা করে আমরা মেলায় এই অফার রেখেছি।

ঢাকা জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

এমপি প্রার্থী ফজলুকে গ্রেপ্তারের দাবি পলিটিক্যাল থিংকারস

রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার দাবি

‘নাগাসাকিতে ফেলা বোমার মতো শক্তি রিলিজ করেছে আজকের ভূমিকম্প’

ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে হেলে পড়েছে ৬ তলা ভবন

রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩

এমন শক্তিশালী ভূমিকম্প আগে কখনো দেখেনি ঢাকাবাসী

বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষার্থীর লাশ

শিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

গ্রী গ্লোবাল বাংলাদেশ এর পার্টনারস মিট-২০২৬ অনুষ্ঠিত