হোম > সারা দেশ

আগারগাঁও ও নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাজধানীর আগারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- মাছ ব্যবসায়ী মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সকালে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা শেরপুরের নালিতাবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম, মনিরা। এদের মধ্যে আগুনে সাকিবের শরীরের ৭ শতাংশ ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ, অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ পুড়ে গেছে।\

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা ও ভাইয়ের দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। ভোরে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হলে আগুনে ঝলসে যায় তারা। পরে তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে যায়। ধারণা করা হচ্ছে, রান্না ঘরে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়েছে।

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

রাজধানীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুজিবের মূর্তি পাহারায় ‘আনসার’, যে ব্যাখ্যা দিলো বাহিনী

মতিঝিল আইডিয়াল শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল বন্ধের দাবি অভিভাবকদের

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মশালা

হাতিরঝিলে প্রকাশ্যে ছিনতাই, ছুরিকাঘাতে একজন আহত

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

চাকরি-বিধিমালা প্রণয়নে কর্মসূচির হুঁশিয়ারি ডিএমটিসিএল কর্মচারীদের