হোম > রাজধানী

গণমাধ্যম, শিক্ষা আর প্রশাসনে ‘র’-এর এজেন্টরা এখনো তৎপর

আমার দেশ অনলাইন

নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেছেন, 'গণমাধ্যম, শিক্ষা আর প্রশাসনে র' -এর এজন্টরা এখনো তৎপর।' বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)  সকালে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে নবাব সলিমুল্লাহ একাডেমি  আয়োজিত '' Great leader Qaid e azam Mohammad Ali Jinna's contribution for Muslim homeland " শীর্ষক আলোচনা সভায প্রধান বক্তার বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

একাডেমির প্রেসিডেন্ট আবদুল জাব্বারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পাকিস্তান হাই কমিশনের কালচারাল সেক্রেটারি আনিল আসগর কালহোরো, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সভাপতি ডা. ফরিদ উদ্দিন, সিনিয়র আইনজীবি মোস্তফা জামাল ভু্ইয়া,  উর্দুভাষীদের বাংলাদেশী নেতা আফজাল ওয়ার্সি, নবাব সলিমুল্লাহ পরিবারের সদস্য (দৌহিত্র) ইমরান হাসান, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব,

উইম্যান জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লাবিন রহমান, মুসলিম লীগের প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রকৌশলী মিজানুর রহমান ডাব্ল প্রমুখ।

মোহাম্মদ শামসুদ্দীন আরো বলেন, গোপনে বা প্রকাশ্যে কোনো দিল্লীর এজেন্টকে আসন্ন নির্বচনে নোমিনেশন দেয়া চলবে না।

তিনি বলেন, কায়েদে  আজমকে স্মরণ আমাদের ইতিহাসের দায়।

তিনি বলেন, ঢাবিতে কায়েদ ই আজম আর আল্লামা ইকবাল হল পুনঃ প্রবর্তন করতে হবে

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে বঙ্গভঙ্গ ,  নবাব স্যার সলিমুল্লাহ, কায়েদ ই আজমসহ মুসলিম ইতিহাস-ঐহিত্য উপেক্ষিত হয়েছে। তিনি গুলিস্তানের আবরার ফাহাদ এ্যাভিন্যুতে কিছু কিছু ব্যাংক এখনো 'বঙ্গবন্ধু এ্যাভিন্যু' লেখা সাইন দেখা যায়। যা খুবই উদ্বেগ জনক।

পাকিস্তান হাই কমিশনের কালচারাল সেক্রেটারি মুহম্মদ আলী জিন্নাহর ঢাকাকে পূর্বপাকিস্তানের রাজধানী হিসেবে গড়ে তোলার এবং তৎকালীন পূর্বপাকিস্তানের উন্নয়নে ব্যাপক আগ্রহের কথা স্মরণ করে বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের স্বপ্ন পুরুষ ছিলেন কায়েদ ই আজম মুহাম্মদ আলী জিন্নাহ।

ডা. ফরিদুল হক বলেন, সকল মুসলিমদের এক পরিচয় আমরা এক উম্মাহর সদস্য।

লাবিন রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাংবাদিকরা সঠিক তথ্য ও সংবাদ উপস্থাপনে কোনো বাধার সম্মুখিন হচ্ছি না। এটা আমাদের গণঅভ্যুত্থানের অর্জন।

সাইয়্যেদ কুতুব বলেন,  মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিতে মুহম্মদ আলী জিন্নাহ এক উজ্জ্বল নক্ষত্র।  তার কাছে আমরা বাংলাদেশের মানুষ ঋণী।

মোস্তফা জামাল ভুইয়া বলেন, মুসলমানদের ইতিহাস, গৌরব,  ত্যাগ আর অর্জনের এক অপূর্ব নিদর্শন পাকিস্তান। যে দেশ সৃষ্টি না হলে মুসলিম হোমল্যান্ড বলতে কিছু পেতাম না। ব্রিটিশরা হিন্দু আর ব্রাক্ষণদের মুসলামদের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ