হোম > রাজধানী

আওয়ামী লীগের আরো ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

​রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল আয়োজন এবং ককটেল বিস্ফোরণের মতো কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​ডিবি সূত্রে জানা যায়, ডিবির একাধিক দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ, বনানী থানা শ্রমিক লীগ, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, মিরপুর থানা কৃষক লীগ, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, তেজগাঁও থানা আওয়ামী লীগ, দক্ষিণখান থানা তাঁতী লীগ, নেত্রকোণা সদর উপজেলা ছাত্রলীগ ও জেলা আওয়ামী লীগ, রমনা থানা শ্রমিক লীগ, কেন্দ্রীয় যুবলীগ, ব্রাহ্মণবাড়িয়া যুবলীগ এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও সক্রিয় নেতারা রয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সোহেল (৫১), বনানী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার (৪৮), নেত্রকোণা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খান শুভ (৩৩) এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা. খাদিজা আক্তার শিল্পী (৫৭)। এছাড়াও ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. কাউসারকেও (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

​ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয়, সক্রিয় অংশগ্রহণ এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ