হোম > রাজধানী

‘জাকাতের সঠিক ব্যবহার করছে মাস্তুল’

স্টাফ রিপোর্টার

‘ইসলামের বিধান অনুযায়ী যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তাদের অবশ্যই আদায় করতে হবে। জাকাত দিলে সম্পদ কমে যায় বলে অনেকেই মনে করেন। অথচ আমাদের সম্পদকে পরিশুদ্ধ করে জাকাত। একই সঙ্গে বাড়িয়ে দেয়। তবে বহু আগে থেকেই জাকাতের মাধ্যমে কাজ করছে মাস্তুল ফাউন্ডেশন। এই তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্রদের সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি।’

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘জাকাত কনফারেন্স-২০২৫’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এর আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন ও আল জাকাত সাদাকা ফাউন্ডেশন।

সম্মেলনে অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ইসরাত হোসেন খান, মসজিদ-উত-তাকওয়ার ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম, হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি গাজী সানাউল্লাহ রাহমানী, আন-নূর জামে মসজিদ টঙ্গী ও দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়বসহ দেশ-বিদেশের বিভিন্ন ইসলামিক স্কলার।

এ সময় ইসরাত হোসেন খান বলেন, আমরা সঠিকভাবে জাকাত দিলে দেশে দারিদ্র্যের হার কমে যাবে। একই সঙ্গে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দীর্ঘদিন ধরে মাস্তুল ফাউন্ডেশন অসহায়দের জন্য করছে; যা প্রশংসনীয়।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, মাস্তুলকে বিশ্বাস করেই জাকাতের অর্থ আমাদের কাছে তুলে দেন বিত্তবানরা। আমরা ইসলামের বিধি মেনে সেই অর্থ মানুষের জীবনমান উন্নয়নে খরচ করি। জাকাতের মাধ্যমে মাস্তুলের হাত ধরে আগামীতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান ছিল আল জাকাত সাদাকা ফাউন্ডেশন, সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল মিনারাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস ও রেডি বাংলাদেশসহ অনেকেই।

হাক্কানী আঞ্জুমানের আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

রাজধানীর চকবাজার ও মোহাম্মদপুরে আগুন

শাহজাদপুর খিলবাড়ির টেক এলাকায় তরুণীর আত্মহত্যা

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, প্রস্তুত আইসিইউ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক বন্ধ

বিশ্বব্যাংকের নাম-লোগো ব্যবহার করে প্রতারণা গ্রেপ্তার এক

আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দ্রুত বাস্তবায়ন দাবি চাকরিপ্রত্যাশীদের

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ফেসবুক লাইভে কৃষক হত্যা, পরিবারের সংবাদ সম্মেলন