হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডিএনসিসির বিশেষ অভিযান: ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায়

আমার দেশ অনলাইন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডিএনসিসি প্রশাসক মো. এজাজ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মো. এজাজ বলেন, অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ করেননি অথবা তা প্রদর্শন করতে পারেননি। এ কারণে তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া এসব এলাকায় অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে বিলবোর্ড স্থাপন করেছে। আমরা সেগুলোর নতুন করে প্রাক্কলন করছি এবং আইন অনুযায়ী কর আরোপ করছি।

তিনি আরও বলেন, শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত ও সঠিকভাবে বিজ্ঞাপন কর পরিশোধ করলে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে আর্থিক সংকট সৃষ্টি হবে না। অবৈধ বিজ্ঞাপন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানকালে টপটেন, এপেক্স (Apex), বে (Bay), স্টার ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হয়। এ সময় কাচ্চিভাই খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করে হোটেলটি সিলগালা করা হয়।

অভিযানে দেখা যায়, অভিযুক্ত প্রায় সব প্রতিষ্ঠানই অনুমোদনের অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের স্থাপিত সাইনবোর্ড ও বিলবোর্ড নতুন করে পরিমাপ করে বিধি অনুযায়ী কর নির্ধারণ করা হয়।

নতুন ধার্যকৃত কর আদায়ের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চলতি সপ্তাহের মধ্যেই নোটিস প্রদান করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে।

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬