মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৬ ডিসেম্বর সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে দু’টি পৃথক সেশনে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট ট্রেইনার এবং নাবিল ফাউন্ডেশন, রমফোর্ড, ইংল্যান্ড, ইউকের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মামুন আল-আজামী।
সকাল ১০টায় প্রথম সেশন শুরু হয় বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে— “7 Habits of Islamic Youth Leaders: Attitude, Ikhlas, and the Path to Self-Development” শীর্ষক প্রশিক্ষণের মাধ্যমে। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম।
দুপুর ১২টায় দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে “Time, Life, and Leadership: Islamic Code of Conduct for Excellence” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সেশনে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এবিএম. মাহবুবুল ইসলাম।
সার্বিক সঞ্চালনা করেন প্রশিক্ষণ পরিচালনা কমিটির আহবায়ক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন মো. মাহবুব আলম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক তার বক্তৃতায় ইসলামিক নেতৃত্বের উৎকর্ষ, সময় ব্যবস্থাপনা, আত্মোন্নয়ন এবং পেশাগত উন্নয়ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।