হোম > কর্পোরেট

জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব : মো. ফখরুল ইসলাম

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।

আজ, ৩০ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই শোক জানিয়েছেন।

এক শোকবার্তায় মো. ফখরুল ইসলাম বলেন, 'বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম। আপসহীন সাহস, দৃঢ় অবস্থান আর জনগণের অধিকারের প্রশ্নে তাঁর অটল ভূমিকা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি দেওয়ায় নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক আর গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ।'

তিনি আরও বলেন, 'স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে তিনি কখনো মাথা নত করেননি। কারাবরণ, নির্যাতন ও অসুস্থতার মাঝেও দেশ ও মানুষের কথা ভোলেননি। তাঁর এই ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।'

মো. ফখরুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জাতি, অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানাচ্ছে এক সাহসী নেতৃত্বকে।'

ফখরুল ইসলাম বলেন, 'আজ জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব, হারালো গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠস্বর। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।'

খালেদা জিয়ার ইন্তেকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ

বাংলাদেশে সমৃদ্ধ হচ্ছে টয়োটা-এর অগ্রযাত্রা

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে

কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

গাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নাসরীন, সাধারণ সম্পাদক সাইফুল

৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ ডিএনসিসির

আজ শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২৫

আগামীকাল শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২৫

শ্রমজীবি মানুষের মাঝে নাবিল গ্রুপের কম্বল বিতরণ