হোম > কর্পোরেট

শুরু হচ্ছে আইআইইউসি’র দুই দিনব্যাপী ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স

আমার দেশ অনলাইন

শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট এর ২য় এবং আইআইইউসি’র ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কানাডা কেপবৃটন ইউনিভার্সিটি’র সাবেক শিক্ষক এবং ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভার্সিটির এডজান্ক্ট প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী, ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার অর্থনীতি ও মুআমালাত অনুষদের প্রফেসর দাতো ড. মুস্তাফা বিন মোহাম্মদ হানিফাহ, পাকিস্তানের ইউনিভার্সিটি অব সারগোধা’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদ সরওয়ার আওয়ান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার একাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. জামালিয়াহ সাঈদ এবং ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিনের ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. ফাউজিলাহ বিনতি সালেহ।

কনফারেন্সে আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন বাহরাইনের গালফ ইউনিভার্সিট‘র প্রশাসনিক ও আর্থিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সিদ্দিগ বালাল ইব্রাহিম, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার লিডারশিপ ও ম্যানেজমেন্ট অনুষদের সহকারী ডিন সহযোগী অধ্যাপক ড. নূরহায়াতি রাফিদা আবদুল রহিম, ইউনিভার্সিটি অব ক্যান্টারবুরি, নিউজিল্যান্ডের ইউসি বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মেসবাহউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারার হিসাববিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নাজমুল হক। এ ছাড়াও দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ ও পণ্ডিতগণ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন।

উল্লেখ্য ভারত, পাকিস্তান, মালয়েশিয়, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইন ও ফিলিপাইনসহ ৮টি দেশের ১১ টি বিশ্ববিদ্যালয় এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের কো-অর্গানাইজার। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ১৭২ জন গবেষক-প্রতিনিধি এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে মোট ১৬৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১১৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৪টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৬টি, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ২১টি, নন-ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ১টি, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ১টি এবং একটি গবেষণা কেন্দ্রের গবেষণা প্রবন্ধ কনফারেন্সে উপস্থাপিত হবে। মোট ১৫ টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে।

এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির কো-চেয়ার হিসাবে আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিমউদ্দিন দায়িত্ব পালন করছেন। সহকারী সেক্রেটারী হিসাবে আছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ড. নাজীম উল্লাহ এবং মেম্বার সেক্রেটারী এসোসিয়েট প্রফেসর ড. মো. আলাউদ্দীন।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করলো নভোএয়ার

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাকৃবিতে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

টয়োটা বাংলাদেশ লিমিটেড এবং বিডা-র সভা অনুষ্ঠিত

মুহূর্তেই পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে

দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোটের অত্যন্ত জরুরি: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস ও সোহেল খুরশীদ

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

সার্ভার সচল করা হবে ১ ফেব্রুয়ারির মধ্যে: রাজউক চেয়ারম্যান

রূপালী ব্যাংক ও বিডা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর