হোম > কর্পোরেট

বৈশ্বিক টেক্সটাইল ট্রেন্ড তুলে ধরল ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো (ডিআইএফএস) ২০২৬ – শীতকালীন সংস্করণ এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর টেক্সটাইল শিল্প উপ-পরিষদ (সিসিপিআইটি-টেক্স চায়না)-এর যৌথ আয়োজনে ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করে এবং দুই প্রদর্শনী মিলিয়ে ৬৫০টির বেশি বুথে সুতা, ফেব্রিক, ডেনিম ও সংশ্লিষ্ট টেক্সটাইল পণ্যের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হয়।

প্রদর্শনীর প্রথম দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে বিনিয়োগ কেন জরুরি - Why Invest in Bangladesh?’ শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে মাইস (সভা, প্রণোদনা, সম্মেলন ও প্রদর্শনী) পর্যটনের গুরুত্ব - Importance of MICE Tourism in Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এই আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি বিনিয়োগ ও ইভেন্টভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি, বুধবার, আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক। এছাড়া, আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন চেন বো, সেক্রেটারি জেনারেল, সিসিপিআইটি-টেক্স চায়না।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল’স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ; আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব, (অতিরিক্ত দায়িত্ব: আইসিটি, ইনোভেশন অ্যান্ড পিআরজিআইএম), শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; নাফিস-উদ-দৌলা, পরিচালক, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

প্রজ্ঞার সাথে জ্ঞান প্রয়োগ করে দক্ষতাকে নৈতিকভাবে পরিচালিত করতে হবে

সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করার আহ্বান

ডুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

কসমেটিকস ও বিউটি পণ্যে আমদানি শুল্ক আরও বাড়ানোর জোর দাবি

কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ সেমিনার

ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে ইসলামী ব্যাংক

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

যমুনা ব্যাংকে আইএফআরএস-৯ ‘ইসিএল’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

উদযাপন ও নীতিগত সংলাপে অনুষ্ঠিত হলো বেসিস আইটি এক্সপোটার্স নাইট