হোম > কর্পোরেট

জমকালো আয়োজনে শেষ হলো ম্যাজিক বাউলিয়ানা ২০২৫

আমার দেশ অনলাইন

সুরের মায়াজাল আর বাউলিয়ানার জাদুতে মুখর ছিল সাভারের আশুলিয়ার এইজিস (AEGIS) ট্রেনিং সেন্টারের প্রাঙ্গণ। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো, ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে।

বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই সুরের ধারাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো ম্যাজিক বাউলিয়ানা আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে এর ৫ম আসর, ম্যাজিক বাউলিয়ানা ২০২৫।

২০২৫-এর আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা ৫ জন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান। আর চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে, প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এছাড়াও সেরা পাঁচের বাকি দুইজন প্রতিযোগী, চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন।

চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। এছাড়াও প্রথম রানার-আপ ৩ লক্ষ এবং দ্বিতীয় রানার-আপ পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লক্ষ টাকার চেক। বাকি দু’জন ফাইনালিস্টের প্রত্যেকে, বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও, মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও ও মাছরাঙা টেলিভিশন-এর নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।

আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চকে উজ্জীবিত করে। এরপর একে একে মঞ্চ মাতান সেরা ৫ প্রতিযোগী—আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং সোহাগ নূরী।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। মেন্টরদের পরিবেশনার পাশাপাশি বিচারক শফি মন্ডল, নিগার সুলতানা সুমি এবং পার্থ বড়ুয়ার বিশেষ পরিবেশনা ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিগত আসরগুলোর চ্যাম্পিয়ন ও জনপ্রিয় শিল্পীদের (শিবলী সাদিক, আয়েশা জেবিন দীপা, পাখি বাউলিয়ানা ও শফিউল বাদশা) যৌথ পরিবেশনা বাউলিয়ানার দীর্ঘ ঐতিহ্যের এক অনন্য নজির স্থাপন করে। উক্ত অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও জনাব মালিক মোহাম্মদ সাঈদ জানান, “যেকোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে থাকে লোকগান। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলার লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতোটাই ব্যপক যে শতবছর আগেকার লেখা গান এখনো প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রচেষ্টায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ এবং আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন।

দর্শকদের সুবিধার্থে ম্যাজিক বাউলিয়ানার এ পর্যন্ত প্রচারিত সব কটি পর্বই ইউটিউবে নিজস্ব চ্যানেলে সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

প্রজ্ঞার সাথে জ্ঞান প্রয়োগ করে দক্ষতাকে নৈতিকভাবে পরিচালিত করতে হবে

সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করার আহ্বান

বৈশ্বিক টেক্সটাইল ট্রেন্ড তুলে ধরল ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো

ডুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

কসমেটিকস ও বিউটি পণ্যে আমদানি শুল্ক আরও বাড়ানোর জোর দাবি

কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয়’ সেমিনার

ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে ইসলামী ব্যাংক

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

যমুনা ব্যাংকে আইএফআরএস-৯ ‘ইসিএল’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা