হোম > আইন-আদালত

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

স্টাফ রিপোর্টার

দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ছয়টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে থাকা আটটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৮৯ লাখ এক হাজার ১৪৪ টাকা জমা ও ১২ কোটি ৭০ হাজার ৫০৯ টাকা উত্তোলনসহ সর্বমোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধ ঘটেছে।  

তিনি আরও জানান, তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী সাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমার ছজ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ টি পদ সৃজনের সিদ্ধান্ত

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

গুমের মামলায় তিন সেনা সদস্য ট্রাইব্যুনালে

আনিসুল-সালমানকে নেয়া হলো ট্রাইব্যুনালে

সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা চুক্তি নিয়ে হাইকোর্টে দ্বিধাবিভক্ত রায়

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা