হোম > আইন-আদালত

সিলেট চেম্বারের নির্বাচন হতে বাধা নেই: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫–২০২৭ মেয়াদের ১ নভেম্বরের নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্ট নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দিয়েছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিয়াজ মোরশেদ ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

রিটকারী পরিচালক পদপ্রার্থী ইমরান হোসেন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়েই ভোটগ্রহণ হবে।

নির্বাচন স্থগিতের নির্দেশের বিরুদ্ধে কামরুল হামিদসহ কয়েকজন সংবিধানের ১০২ ধারায় রিট (নং ১৭৬২৩/২০২৫) দায়ের করেন। শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার ২৬ অক্টোবরের স্মারক স্থগিত করেন আদালত এবং রুল জারি করেন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।

চেম্বার নির্বাচনে এ বছর দুটি প্যানেল ‘সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’ থেকে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ভোট গ্রহণসহ নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাইকোর্টের আদেশের ফলে নির্বাচনী তফসিল বহাল থাকায় আগামী ১ নভেম্বর ভোটগ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

হাসিনার পিয়নের বিরুদ্ধে ১শ’ কোটি টাকা পাচারের মামলা

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি

শেখ হাসিনার উপ-প্রেস সচিব খোকন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক এমপি তানভীরের ব্যাংক হিসাবের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

নাসা গ্রুপের নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সালমান শাহ ইস্যুতে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজউক কর্মকর্তা খুরশিদ আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন

৩ সপ্তাহের মধ্যে ৯ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের

চীনসহ ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের জামিন নামঞ্জুর